শাওমি তাদের জনপ্রিয় “S Pro” সিরিজের নতুন ফোন Xiaomi 15S Pro লঞ্চ করতে চলেছে। শাওমি শেষবার “S Pro” মডেল লঞ্চ করেছিল ২০২২ সালে। এর পর দুই বছর ধরে এই সিরিজে কোনও নতুন ফোন আসেনি। তবে এবার Xiaomi 15 সিরিজে নতুন এই ফোন যুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে।
সার্টিফিকেশন সাইটে Xiaomi 15S Pro
Xiaomi 15S Pro নিয়ে বহুদিন ধরে বিভিন্ন গুজব শোনা যাচ্ছিল। গত বছরের আগস্ট মাসে IMEI ডেটাবেসে এই ফোনটির মডেল নম্বর 25042PN24C দেখা গিয়েছিল। সম্প্রতি একই মডেল নম্বর চীনের 3C সার্টিফিকেশন সাইটে পাওয়া গিয়েছে।
৩সি সার্টিফিকেশন অনুযায়ী, এই নতুন মডেলে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। এটি ঠিক সেই চার্জিং স্পিড অফার করবে, যা Xiaomi 15 Pro মডেলে দেখা যায়।
আরো পড়ুন:
- টেকনো আনছে নতুন স্মার্টফোন অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে একদম কম মূল্যে
- লঞ্চ হওয়ার আগে Samsung Galaxy S25 Edge-এর গুরুত্বপূর্ণ গোপন তথ্য ফাঁস হলো
- Samsung S25 Ultra দাম কত ২০২৫
- Nothing Phone 3a লঞ্চ হচ্ছে দেখে নিন কি কি থাকছে
- HTC আনছে নতুন দুইটি স্মার্টফোন নতুন চমকের সাথে
- Xiaomi 15 Ultra নতুন ২০০ মেগাপিক্সেলের ক্যামেরার সাথে আসছে মার্কেট কাপাতে
স্যাটেলাইট কানেক্টিভিটি থাকবে কি?
স্যাটেলাইট কানেক্টিভিটি নিয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। Xiaomi 15 Pro মডেলে দ্বিমুখী স্যাটেলাইট যোগাযোগ সমর্থন রয়েছে। তবে Xiaomi 15S Pro-তে এই ফিচার থাকবে কিনা, তা এখনো নিশ্চিত নয়।
ডিজাইন এবং হার্ডওয়্যার
Xiaomi 15S Pro-এর ডিজাইন এবং অন্যান্য হার্ডওয়্যার সম্পর্কিত বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি। তবে শাওমির আগের “S Pro” মডেলগুলির ওপর ভিত্তি করে বলা যায়, ফোনটি উন্নত প্রযুক্তি ও নতুন ফিচার নিয়ে আসবে।
আগের মডেলের তুলনায় উন্নতি
২০২২ সালে লঞ্চ হওয়া Xiaomi 12S Pro ছিল Xiaomi 12 Pro-এর উন্নত সংস্করণ। এটি Snapdragon 8+ Gen 1 চিপসেট এবং উন্নত ক্যামেরা ও ডিসপ্লে ফিচারসহ এসেছিল। তাই অনুমান করা যায়, Xiaomi 15S Pro-তেও উন্নত চিপসেট, শক্তিশালী ক্যামেরা এবং উন্নত ডিসপ্লে থাকবে।
আমাদের শেষ কথা
Xiaomi 15S Pro প্রযুক্তি জগতে নতুন চমক আনতে চলেছে। ৯০ ওয়াট ফাস্ট চার্জিং এবং উন্নত প্রসেসরের মতো ফিচার এই ফোনটিকে বিশেষ করে তুলবে। যদিও স্যাটেলাইট কানেক্টিভিটির বিষয়ে এখনো ধোঁয়াশা রয়েছে, তবুও শাওমি তাদের গ্রাহকদের জন্য একটি প্রিমিয়াম অভিজ্ঞতা আনতে পারে বলে আশা করা হচ্ছে। Xiaomi 15S Pro কবে বাজারে আসবে এবং এর দাম কেমন হবে, তা জানার জন্য শাওমির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করতে হবে।