সিঙ্গার আইপিএস এর দাম ২০২৫

সিঙ্গার আইপিএস এর দাম ২০২৫: আমাদের আজকের আর্টিকেলটিতে আপনাদের সাথে আলোচনা করা হবে সিঙ্গার আইপিএস এর দাম ২০২৫ সালে সে সম্পর্কে। যারা ২০২৫ এ নতুন একটি আইপিএস কেনার কথা চিন্তা করছেন তারা এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়তে পারেন। কারণ প্রত্যেকেই জানেন সিঙ্গার কোম্পানি অনেক বেশি পপুলার এবং এই কোম্পানির সকল ইলেকট্রনিক পণ্যগুলো অন্যান্য বিভিন্ন কোম্পানির চেয়ে খুব ভালো মানের। তাই আপনারা আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে খুব সহজেই একটি পূর্ণাঙ্গ আইডিয়া পেয়ে যাবেন যে সিঙ্গার কোম্পানির আইপিএস গুলো কত টাকা হয়ে থাকে বা এই সম্পর্কে আরও বেশ কিছু তথ্য।

সিঙ্গার আইপিএস এর দাম ২০২৫

সিঙ্গার আইপিএস এর দাম বাংলাদেশের বাজারে শুরু হয়েছে ১৭ হাজার টাকা থেকে। আলাদা আলাদা বিভিন্ন মডেলের সিঙ্গার কোম্পানির আইপিএস দেশের বাজারে বিক্রি করা হচ্ছে। তবে আপনার যে পরিমাণ ওয়ার্ড প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী অবশ্যই দাম কম বেশি হতে পারে। আর ব্যাটারি সহকারে যদি আপনি সিঙ্গার কোম্পানির আইপিএস কেনেন সে ক্ষেত্রে আরও দাম বেশি হবে। অবশ্যই এটি আপনাকে বিবেচনা করতে হবে যে আপনি ব্যাটারি সহকারে কিনছেন নাকি শুধুমাত্র আইপিএস কিনছেন আর পরে ব্যাটারি কিনে নিবেন।

Read Also:

সিঙ্গার আইপিএস এর দাম তালিকা

সিঙ্গার আইপিএসএর দাম
SINGER 480W২৯,০০০ টাকা
SINGER 900 VA W৩১,০০০ টাকা
SINGER 400W২১,০০০ টাকা
SINGER 900VA-740W১৭,০০০ টাকা
V Guard IPS + BATTERY (900 VA)৪১,০০০ টাকা
সিঙ্গার আইপিএস এর দাম ২০২৫

সিঙ্গার আইপিএস এর রিভিউ

গুণগত মানের কথা চিন্তা করলে সিঙ্গার কোম্পানির আইপিএস গুলো অত্যন্ত ভালো। বাংলাদেশের ইলেকট্রনিক জগতে সিঙ্গার কোম্পানির প্রভাব রয়েছে অনেক বেশি। এটি বাংলাদেশের অত্যন্ত বহুল জনপ্রিয় একটি ইলেকট্রনিক কোম্পানি তাছাড়া দেশের বাজারে তারা ম্যানুফ্যাকচার করে। যার ফলে মোটামুটি ভাবে এই কোম্পানির আইপিএস বিশ্বাস করা যায় এবং সর্বোচ্চ আস্থা রাখা যায়। যেহেতু ওয়ারেন্টি গ্যারান্টি সুবিধা এবং ফ্যাসিলিটি পাচ্ছেন খুব সহজে আপনারা চোখ বন্ধ করে আইপিএসগুলো ক্রয় করতে পারেন।

আমাদের শেষ কথা

আজ আমরা যথেষ্ট ভাবে চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার সিঙ্গার আইপিএস এর দাম সম্বন্ধে। আশা করবো আপনারা এই কোম্পানির আইপিএস এর সঠিক মূল্য আইডিয়া পেয়ে গেছেন। তাই চেষ্টা করুন পরিচিতজনদের সঙ্গে আর্টিকেলটি শেয়ার করে দেওয়ার যাতে করে তারাও আইডিয়া পেতে পারে।

Leave a Comment