Samsung S25 Ultra দাম কত ২০২৫

Samsung S25 Ultra দাম কত ২০২৫: বর্তমানে স্যামসাং কোম্পানির সবচাইতে আপডেট এবং সবচাইতে লেটেস্ট স্মার্টফোনটি হচ্ছে samsung galaxy s25 আল্ট্রা। মার্কেটে নতুন আশা যে স্মার্টফোনটি রয়েছে সে মোবাইল ফোনটি সম্পর্কে যদি আপনার বিস্তারিত জানার ইচ্ছা থাকে তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। কারণ আমরা আমাদের আজকের আর্টিকেলটিতে আপনাদের সঙ্গে আলোচনা করব Samsung S25 Ultra দাম কত ২০২৫ সালে সেই সম্পর্কে বিস্তারিত। তাহলে চলুন আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়তে থাকুন এই মোবাইল ফোনটি সম্পর্কে বিস্তারিত মূল্য এবং অন্যান্য কিছু জানতে।

Samsung S25 Ultra দাম কত ২০২৫

এখন পর্যন্ত samsung কোম্পানি Samsung S25 Ultra লঞ্চ করেনি যার ফলে সঠিক মূল্যটি আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে পারছি না। তবে খুব দ্রুত সময়ের মধ্যে মার্কেটে স্মার্টফোনটি লঞ্চ করা হবে এবং ধারণা করা যাচ্ছে এক লক্ষ টাকার উপরে মোবাইল ফোনটির দাম হবে। তবে মোবাইল ফোনটি সম্পর্কে বিস্তারিত যে সকল তথ্য গুলো আমরা পেয়েছি সেই সকল তথ্যগুলো নিয়েই আমাদের আজকের আর্টিকেলটি সাজানো হয়েছে।

আরো পড়ুন:

Samsung S25 Ultra ডিটেইলস

মডেলSamsung S25 Ultra
র‌্যাম১২ জিবি
স্টোরেজ256GB/512GB/1TB
ডিসপ্লে সাইজ৬.৯ ইঞ্চি
অপারেটিং সিস্টেমঅ্যান্ড্রয়েড ১৫
চিপসেটQualcomm Snapdragon 8 Elite
প্রাইমারি ক্যামেরাQuad: 200 MP (wide), 10 MP (telephoto), 50 MP (periscope telephoto), 50 MP (ultra-wide) | LED flash, auto-HDR, panorama | Laser AF | 8K@24/30fps, 4K@30/60fps, 1080p, 10-bit HDR, HDR10+, stereo sound rec., gyro-EIS
সেলফি ক্যামেরা12 MP | HDR, HDR10+ | 4K@30/60fps, 1080p@30fps
ব্যাটারি৫০০০ মিলি অ্যাম্পেয়ার

Samsung S25 Ultra রিভিউ

স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজ অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ফিচার দিয়ে স্মার্টফোন ব্যবহারের নতুন দ্বার উন্মোচন করতে চলেছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট দ্বারা চালিত এই ডিভাইস দ্রুত গতির পারফরম্যান্স এবং অনায়াস মাল্টিটাস্কিং নিশ্চিত করে। এর সাথে রয়েছে সর্বোচ্চ ১ টেরাবাইট স্টোরেজ এবং ১৬ জিবি RAM, যা দারুণ কার্যকারিতা প্রদান করে।

গ্যালাক্সি এস২৫ আল্ট্রা মডেলটি একটি চমৎকার ৬.৮-ইঞ্চির ডায়নামিক LTPO AMOLED 2X ডিসপ্লে নিয়ে এসেছে। এর ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং উজ্জ্বল রঙের সঙ্গে এই ডিসপ্লে ব্যবহারকারীদের জন্য একটি মসৃণ ও আকর্ষণীয় ভিউইং অভিজ্ঞতা নিশ্চিত করে। ডিভাইসটির অ্যাডভান্সড কোয়াড-ক্যামেরা সিস্টেমের প্রধান আকর্ষণ হলো ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, যা মোবাইল ফটোগ্রাফিতে নতুন মান স্থাপন করছে। ডিভাইসটির IP68 রেটিং এটিকে ধুলো এবং পানির ক্ষতি থেকে সুরক্ষিত রাখে। এছাড়াও, উন্নত Wi-Fi 7 কানেক্টিভিটি ব্যবহারকারীদের জন্য একটি ঝামেলামুক্ত অনলাইন অভিজ্ঞতা নিশ্চিত করে।

৪৫ ওয়াটের ওয়্যার্ড চার্জিং এবং ২৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ক্ষমতার মাধ্যমে দ্রুত চার্জ সম্পন্ন করা সম্ভব। এর শক্তিশালী ব্যাটারি পুরো দিন ধরে কাজ করার নিশ্চয়তা দেয়। স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা একটি পরিশীলিত ডিজাইন, সেরা পারফরম্যান্স এবং সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি। এটি স্মার্টফোন ব্যবহারের ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে প্রস্তুত। যারা ভবিষ্যৎপ্রযুক্তি এবং অসাধারণ অভিজ্ঞতার সন্ধান করছেন, তাদের জন্য এটি একটি আদর্শ পছন্দ।

Samsung S25 Ultra পার্ফমেন্স

Samsung S25 Ultra স্মার্টফোনটিতে আপনারা খুব ভালো মানের পারফরম্যান্স পাবেন কারণ এই মোবাইল ফোনের মধ্যে যেসকল সেগমেন্ট গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো অত্যন্ত প্রিমিয়াম এবং ফ্লাগশিপ এবং অত্যন্ত অত্যন্ত প্রিমিয়াম। এই মোবাইল ফোনটিতে আপনারা ১২ জিবি রেম পেয়ে যাচ্ছেন এবং অপারেটিং সিস্টেম হিসেবে এন্ড্রয়েড ১৫ পাচ্ছেন। এছাড়াও এই স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন স্যামসাং কোম্পানির লেটেস্ট স্টোরেজ ২৫৬, ৫১২ ও ১০০০ জিবি পর্যন্ত। আলাদা আলাদা বেশ কয়েকটি ভেরিয়েন্ট এ samsung কোম্পানি তাদের এই মোবাইল ফোনটি লঞ্চ করতে চলেছে।

সবচেয়ে বড় বিষয় হচ্ছে এ ধরনের একটি ফ্লেক্সিপ ডিভাইসের মধ্যে আপনি পাঁচ হাজার মিলি এম্পিয়ারের একটি ব্যাটারি পাচ্ছেন। তাছাড়া মোবাইল ফোনটির মধ্যে থাকছে আরো বিভিন্ন ধরনের সুবিধা। চিপসেট হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ ইলাইট। যার ফলে মোবাইল ফোনটি সম্পূর্ণভাবে একটি ফ্ল্যাকশিপ ডিভাইসে পরিণত হয়েছে। এছাড়াও মোবাইল ফোনটিতে রয়েছে লেটেস্ট এমন কিছু এআই এবং এইস লেটেস্ট এমন কিছু সুবিধা যেগুলো অন্যান্য যে কোন স্মার্টফোনে আপনি খুব সহজে দেখতে পাবেন না।

Samsung S25 Ultra ক্যামেরা

samsung কোম্পানির এস সিরিজের সকল মোবাইল ফোন গুলোই বরাবর ক্যামেরার জন্য অনেক বেশি বিখ্যাত হয়ে থাকে। ঠিক তেমনিভাবে এই স্মার্ট ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ২০০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 10 মেগাপিক্সেলের টেলিপোর্ট ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের প্রেরিস্কোপ টেলিপোর্ট ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়েট ক্যামেরা টোটাল চারটি ক্যামেরা রয়েছে। তাছাড়া সেলফি ক্যামেরা হিসেবে পাবেন ১২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা যার মাধ্যমে ফোর কে ৬০ এপিপিএস পর্যন্ত আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন খুবই অনায়াসে।

আর ক্যামেরার কথা কি আর বলবো। samsung কোম্পানির সকল স্মার্টফোনগুলোর ক্যামেরা কি ধরনের হয়ে থাকে তা আপনারা সকলেই জানেন খুব ভালো করে। নতুন করে আর বেশি বলার কিছু নেই। তাছাড়া Samsung S25 Ultra ২০২৫ সালের লঞ্চ হওয়া প্রথম একটি samsung এর স্মার্টফোন যেখানে আপনারা অসাধারণ অসাধারণ ক্যামেরা ফিচার পাবেন তাছাড়া ও জুম এবং অন্যান্য সিস্টেমগুলোর সম্পর্কে তো এখনো জানা যায়নি তবে জানা যাবে খুবই শীঘ্রই।

আমাদের শেষ কথা

আশা করি আমাদের আজকের আর্টিকেলটি পড়ার পরে আপনি Samsung S25 Ultra দাম কত সে সম্পর্কে জানতে পেরেছেন। যদি আরো বিভিন্ন মোবাইল ফোনের দাম সম্পর্কে জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে ভুলবেন না। আর এই আর্টিকেলটি আপনার পরিচিতজনদের সঙ্গে শেয়ার করে দিন যাতে করে তারা খুব সহজে স্যামসাং কোম্পানির এই লেটেস্ট মোবাইল ফোনটির দাম এবং বিস্তারিত আপডেট জানতে পারে।

Leave a Comment