আমন্ড অয়েল এর দাম কত: বর্তমান সময়ে যাদের চুলের বিভিন্ন ধরনের সমস্যা থাকে অর্থাৎ নিয়মিতভাবে চুল পড়ে যায় তাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি তেল হচ্ছে আমন্ড হেয়ার অয়েল। আমরা আমাদের আজকের এই দুর্দান্ত আর্টিকেলটির মাধ্যমে আপনাদের সঙ্গে আমন্ড অয়েল এর দাম কত ২০২৫ সালে সে সম্বন্ধে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। তাই যদি আপনি ২০২৫ সালে এসে আমন্ড ওয়েল ক্রয় করতে চান সেক্ষেত্রে এই আর্টিকেলটি শেষ পর্যন্ত করতে থাকুন।
আমন্ড অয়েল এর দাম কত
আমন্ড অয়েল এর দাম ১২০ টাকা থেকে শুরু হয়েছে। বাজারে বিভিন্ন দোকানে বিভিন্নভাবে বিক্রয় করা হয়ে থাকে আমন্ড অয়েল। তাই বিভিন্ন দোকানদার ১২০ টাকা ধরে মিনিমাম এ বাজারে বিক্রয় করে। তবে এটি নির্ভর করছে আপনি কত ওজনের অর্থাৎ কত মিলিগ্রামের প্যাকেট ক্রয় করছেন তার উপর। দারাজ বাংলাদেশ অফিসিয়াল থেকে ৩৫০ টাকার বিনিময়ে ৭০ এমএল আমল অয়েল ক্রয় করতে পারবেন। তাছাড়া আপনার বাজেট অনুযায়ী এবং আপনার যেটুকু জরুরী সেটুকু অনুযায়ী আপনি আমন ওয়াল ক্রয় করে নিতে পারবেন বাজারে থেকে।
Read Also:
- ওমিপ্রাজল ২০ দাম কত
- ফলিক এসিড ট্যাবলেট এর দাম কত ২০২৫
- ফ্লুকোনাজল ৫০ এর দাম কত ২০২৫
- বিড়ালের কামড়ের ভ্যাকসিনের দাম কত ২০২৫
আমন্ড অয়েল এর ডিটেইলস
- হোমমেড আমন্ড তেল
- ১০০% খাঁটি। কোন মিশ্রন নেই।
- পরিমাণ- ৭০ মিলি
- অটোমেটিক হিট প্রেসড মেশিনে হাইজেনিক উপায়েকাঠবাদাম থেকে নিজেদের ভাঙ্গানো তেল।
- আমন্ড অয়েল এর গুরুত্ব
- ত্বকের জন্য আমন্ড অয়েলের বিকল্প নেই।
- এই তেল হাইপোঅ্যালার্জেনিক, তাই শিশুদের ত্বকেও নিশ্চিন্তে ব্যবহার করা যায়। ত্বক খুব তাড়াতাড়ি এই তেল শোষণ করে নেয়। নিয়মিত ব্যবহারের ফলে দাগহীন, ঝকঝকে উজ্জ্বল হয়ে ওঠে। আমন্ড অয়েলে প্রচুর ভিটামিন ই থাকে, যার অ্যান্টি অক্সিডেন্ট অতি বেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব ঠেকাতে সক্ষম। ফলে ত্বকে বয়সের ছাপ পড়ে না।
- আমন্ড অয়েলের কোলাজেন ত্বকের বলিরেখা ঠেকায় এবং চোখের কোলের ডার্ক সার্কলস ঠেকাতেও তা দারুণ কার্যকর। স্ট্রেচ মার্কসে নিয়মিত আমন্ড তেল লাগানো যায় তা হলে তা ক্রমশ মিলিয়ে যেতে আরম্ভ করে।
- হেয়ার এক্সপার্টরা বলেন,আমন্ড অয়েল চুলের স্বাস্থ্য বজায় রাখতেও দারুণ কার্যকর। নিয়মিত ম্যাসাজ করুন শ্যাম্পু করার আগে, তা হলেই ফারাকটা বুঝতে পারবেন। এর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড চুলকে শক্তপোক্ত করে তোলে।
- খুশকি তাড়াতে ও স্ক্যাল্পকে আর্দ্র রাখতেও আমন্ড অয়েল দারুণ উপযোগী বলে মনে করেন অনেকে।
আমন্ড অয়েল উপকারীতা ও অপকারীতা
আমন্ড ওয়েল বর্তমান সময়ে অত্যন্ত বেশি উপকারী আবার অত্যন্ত বেশি অপকারী। যারা মূলত চুলের যত্ন ভালোভাবে নিতে চাই তাদের জন্য আমন্ডওয়েল হতে পারে অত্যন্ত বেশি জরুরী। তবে এটি আপনাকে অবশ্যই নিয়ম করে এবং সঠিকভাবে ব্যবহার করতে হবে। যেহেতু এই তেল মাথায় ব্যবহার করা হয় যাতে করে চুলের প্রতিরোধ ক্ষমতা এবং চুল পড়া কমে তাই আপনাকে নিয়মিতভাবে ব্যবহার করতে হবে। কিন্তু পরিমাণ মতো ব্যবহার না করলে সেক্ষেত্রে বিভিন্ন অসুবিধা দেখা দিতে পারে। তাই অবশ্যই চেষ্টা করুন পরিমাণ মতো আমন্ড ওয়াল ব্যবহার করতে যাতে করে চুলের উপর কোন সাইড ইফেক্ট না পড়তে পারে।
আমাদের শেষ কথা
আশা করি আমাদের আজকের আর্টিকেলটির মাধ্যমে আপনি আমন্ড অয়েল এর দাম কত 2025 সালে সে সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছেন। যদি আপনার এই সম্পর্কে আরো বেশি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর বিভিন্ন ধরনের পণ্যের বিস্তারিত দাম এবং নিয়মিত তথ্য পেতে হলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করার অনুরোধ রইলো।