একটা কিডনির দাম কত: আপনারা কখনো না কখনো শুনেছেন বাংলাদেশে কিডনি বিক্রি করে অনেকেই iphone কিনছে কিংবা অনেকেই কিডনি বিক্রি করে নিজের স্বপ্ন পূরণ করছে আবার অনেকেই কিডনি বিক্রি করে অভাব দূর করছে। তবে আপনাদের মধ্যে মাঝে মাঝেই প্রশ্ন আসতে পারে একটা কিডনির দাম কত হতে পারে 2025 সালে এসে। কারণ বর্তমান সময়ে যে কেউ চাইলেই কিন্তু কিডনি বিক্রি করতে পারে না আবার বিক্রি করা নিয়ে আবার বিভিন্ন রকমের ঝামেলা হতে পারে সে সম্পর্কেও রয়েছে নানান ধরনের ভয় ভীতি এছাড়াও আরো কত প্রশ্ন। আসুন আমাদের আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনাদের সঙ্গে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক।
একটা কিডনির দাম কত
সাধারণত বর্তমান সময়ে একটা কিডনির দাম শুরু চার লক্ষ টাকা থেকে এবং সর্বোচ্চ সাত লক্ষ বা আট লক্ষ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বাংলাদেশের বাজারে। মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত মানুষরাই সাধারণত কিডনি বিক্রি করে থাকে টাকার জরুরি প্রয়োজন হয় বলে। আপনিও যদি নিজের কিডনি বিক্রি করার ইচ্ছায় থেকে থাকেন কিংবা একটি কিডনি ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই কিডনির দাম জানা উচিত।
তবে বলে রাখা ভালো কিডনির দাম নির্ধারিত হয়ে থাকে মানুষের বয়সের উপর ভিত্তি করে। যেমন ধরুন আপনার বয়স হয়তোবা ২০ বছর সেক্ষেত্রে আপনার কিডনির দাম হতে পারে একরকম আবার আপনার চাচার বয়স বা দাদার বয়স হতে পারে ৬০ বছর বা ৭০ বছর তার কিডনির বয়স হবে আলাদা। প্রত্যেকটি আলাদা আলাদা বয়সের মানুষের কিডনির মূল্য হয়ে থাকে আলাদা আলাদা। মানুষের যখন জরুরী প্রয়োজন হয় সেই সময় একটা কিডনির মূল্য হতে পারে আকাশ ছোঁয়া।
আরো পড়ুন:
- ওমিপ্রাজল ২০ দাম কত
- ফলিক এসিড ট্যাবলেট এর দাম কত
- চিয়া সিড এর দাম কত
- টাচ ঘড়ি দাম কত ২০২৫
- পকেট রাউটার দাম কত ২০২৫
- ১ শতাংশ জমির দাম কত ২০২৫
- ধান কাটার মেশিনের দাম কত ২০২৫
- ওয়ালটন ব্লেন্ডারের দাম কত ২০২৫
- রাউটার দাম কত ২০২৫
একটা কিডনির দাম তালিকা
বয়স | দাম |
---|---|
২০-২৫ বছর মানুষের | ৭০০,০০০ টাকা থেকে ৮০০,০০০ টাকা |
৩০-৪০ বছর মানুষের | ৫০০,০০০ টাকা থেকে ৬০০,০০০ টাকা |
৫০-৭০ বছর মানুষের | ৪০০,০০০ টাকা থেকে ৫০০,০০০ টাকা |
কোথায় কিডনি বিক্রয় করা যায়
বর্তমান সময়ে অনলাইনের ব্যবহার করে বিভিন্ন চক্রের মানুষেরা ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিডনির বিক্রি করছে। তারা প্রথমত এমন ধরনের মানুষ খুঁজে বের করে যাদের টাকার অনেক দরকার তাদেরকে টাকার লোভ দেখায় এবং তাদের কিডনি বিক্রি করে দেয় এবং তাদের কাছ থেকে খুবই অল্প মূল্যে কিডনি কিনে নেয়। তবে এই সম্পূর্ণ কার্যক্রমটি একদম অবৈধ এবং এই কার্যক্রমটির মাধ্যমে মানুষের অত্যন্ত ক্ষতি হচ্ছে।
তবে যদি আপনি বইয়ের সাথে কিডনি বিক্রয় করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আইনগত সকল নিয়ম কানুন গুলো মেনে নিতে হবে। তরুণ কোন হাসপাতালে একটি রোগীর একদম খুবই প্রয়োজন একটি কিডনির সেক্ষেত্রে আপনি চাইলে তার কাছে আপনার কিডনি বিক্রি করতে পারেন। এক্ষেত্রে আপনি দামও বেশি পাবেন আবার কোন ধরনের আইনগত জটিলতায় ভুগতে হবে না। তবে এক্ষেত্রে অবশ্যই আপনার আরো বেশ কিছু আইন রয়েছে যেগুলো আপনি সরাসরি যেকোন থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলে জেনে নিতে পারেন। অথবা ডাক্তারের সঙ্গে কথা বললেও জেনে নিতে পারবেন খুব সহজে।
আমাদের শেষ কথা
আশা করি আমাদের আজকের আর্টিকেলটি পড়ার পরে আপনি খুব সহজেই একটা কিডনির দাম কত হতে পারে সেই সম্পর্কে আইডিয়া পেয়ে গেছেন। তাই যদি কখনো একটা কিডনি কিনার ইচ্ছে থাকে কিংবা বিক্রি করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আশা করব আপনার এই আর্টিকেলটির সহযোগিতা করবে অথবা আপনার এই আর্টিকেল এর কথা মনে পড়বে। তাই যারা আপনার কাঁচের আত্মীয়স্বজন রয়েছে তাদের সঙ্গে আর্টিকেলটি শেয়ার করে রাখুন যাতে পরবর্তীতে প্রয়োজন পড়লে খুঁজে পান।