সিঙ্গার ফ্রিজের দাম কত ২০২৫

সিঙ্গার ফ্রিজের দাম কত ২০২৫: গরম তো পড়ে গেল খাবারগুলো যেন নষ্ট না হয় তার জন্য অবশ্যই আপনার নতুন একটি ফ্রিজ কেনা উচিত, যদি বাসায় কোন ফ্রিজ না থেকে থাকে। আমিও ভাবছি এইবার গরমে একটি নতুন ফ্রিজ ক্রয় করব। সে ক্ষেত্রে আমার পছন্দের ব্র্যান্ড হচ্ছে সিঙ্গার। আপনিও যদি সিঙ্গার ফ্রিজ ক্রয় করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। কারণ আজকের এই মূল্যবান আর্টিকেলটির মাধ্যমে আপনারা জানতে পারবেন সিঙ্গার ফ্রিজের দাম কত ২০২৫ সালে সেই সম্পর্কে বিস্তারিতভাবে। তাই 2025 সালে এসে একটি নতুন সিঙ্গার ফ্রিজ করাই করতে চাইলে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো।

আরো পড়ুন:

সিঙ্গার ফ্রিজের দাম কত ২০২৫

সিঙ্গার ফ্রিজের দাম শুরু হয়েছে বর্তমানে বাংলাদেশের বাজারে ২৯,০০০ টাকা থেকে। তবে ঈদ উপলক্ষে বেশ কিছু ডিসকাউন্ট চলছে তাই ২৫,০০০ টাকার মধ্যেই সিঙ্গার ফ্রিজ পেয়ে যাবেন। সিঙ্গার বর্তমান সময়ের বাংলাদেশের টপ ফ্রিজ কোম্পানির মধ্যে একটি যার ফলে বাংলাদেশে অনেক বেশি সেল তারা জেনারেট করছে অত্যন্ত সহজেই। এ বিশেষ কারণ হচ্ছে এদের বিল্ড কোয়ালিটি এবং এদের বিদ্যুৎ সাশ্রয়ের যে বিষয়টি রয়েছে সেটি। সিঙ্গার কোম্পানির সর্বোচ্চ চেষ্টা করে তাদের বিল কোয়ালিটি অত্যন্ত ভালো করার জন্য এবং খাবার যেন সর্বোচ্চ সতেজ থাকে সেই ব্যবস্থা করার জন্য। আর বরাবরই তাদের সার্ভিস অত্যন্ত ভালো থাকায় অনেকেই সিঙ্গার কোম্পানির ফ্রিজ অন্যজনের কাছে ওটি কমেন্ট করে যার ফলে বিক্রি হয় ধপাধব।

সিঙ্গার ফ্রিজের দাম তালিকা

সিঙ্গার ফ্রিজের (মডেল)এর দাম
SINGER Top Mount Refrigerator | 200 Ltr৩০,৯৯০ টাকা
SINGER Top Mount Refrigerator | 180 Ltr২৯,১৪০ টাকা
SINGER Bottom Mount Refrigerator | 260 Ltr৪৫,৮৯০ টাকা
SINGER Bottom Mounted Refrigerator | 184 Ltr৩৩,৩৯০ টাকা
Beko No Frost Refrigerator | 375 Ltr৯৪,৯৯০ টাকা
Beko Multidoor Refrigerator | 466L১৪২,৭৯০ টাকা
SINGER Side-By-Side Refrigerator | 436 Ltr৮৫,৩৯০ টাকা
SINGER Bottom Mount Refrigerator | 260 Ltr৪৫,৭৯০ টাকা
SINGER Top Mount Refrigerator | 200 Ltr৩৩,৬৯০ টাকা

সিঙ্গার ফ্রিজের রিভিউ

সিঙ্গার ফ্রিজ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড, যা টেকসই পারফরম্যান্স ও আধুনিক প্রযুক্তির কারণে ভোক্তাদের মধ্যে বেশ জনপ্রিয়। এটি বিভিন্ন আকার ও মডেলে পাওয়া যায়, যার মধ্যে সিঙ্গেল ডোর, ডাবল ডোর, ও ডিপ ফ্রিজার অন্যতম।

ডিজাইন ও গুণগত মান:
সিঙ্গার ফ্রিজের ডিজাইন আধুনিক এবং শক্তিশালী বডি দিয়ে তৈরি, যা দীর্ঘদিন ব্যবহার উপযোগী। এর এনার্জি-ইফিশিয়েন্ট কুলিং সিস্টেম বিদ্যুৎ সাশ্রয়ে কার্যকর ভূমিকা রাখে। এছাড়া, নন-ফ্রস্ট প্রযুক্তি খাবারকে সতেজ রাখে।

ফিচার ও পারফরম্যান্স:
এতে ডিজিটাল টেম্পারেচার কন্ট্রোল, ডোর লক সিস্টেম, বড় স্টোরেজ ক্যাপাসিটি ও দ্রুত কুলিং সুবিধা রয়েছে। বিশেষ করে, লো-ভোল্টেজ অপারেশন থাকার কারণে এটি কম বিদ্যুতে ভালো পারফর্ম করে।

দাম ও গ্রাহক সেবা:
সিঙ্গার ফ্রিজের দাম ২০,০০০ থেকে ৭০,০০০ টাকার মধ্যে, যা বিভিন্ন মডেল ও ক্যাপাসিটির ওপর নির্ভর করে। কোম্পানির ওয়ারেন্টি সুবিধা ও বিক্রয়োত্তর সেবা বেশ প্রশংসনীয়।

আমাদের শেষ কথা

আশা করি আমাদের আজকের আর্টিকেলটি সহায়তায় সিঙ্গার ফ্রিজের দাম কত ২০২৫ সালে সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছেন। যদি আপনি সিঙ্গার এই কোম্পানির ফ্রিজ করাই করতে চান আশা করব আর্টিকেলটির সহায়তায় অনেকগুলো নতুন নতুন মডেলের ফ্রিজের মূল্য সম্পর্কে জেনে গেছেন। যেহেতু বর্তমান সময়ে ঈদের মার্কেট চলছে তাই এই সময় যদি আপনি একটি নতুন সিঙ্গার ফ্রিজ ক্রয় করতে পারেন শোরুম থেকে সেই ক্ষেত্রে অবশ্যই ডিসকাউন্ট পাবেন। তা দেরি না করে এখনই অফার লুকে নিতে দ্রুত শোরুমে চলে যান এবং এই মডেল গুলোর যে কোন একটি ক্রয় করে নিন।

Leave a Comment