একসময় অ্যান্ড্রয়েড স্মার্টফোন দুনিয়ার অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড ছিল HTC। তবে সময়ের সাথে সাথে তাইওয়ানের এই সংস্থা পিছিয়ে পড়ে। এবার নতুন উদ্যমে স্মার্টফোন বাজারে ফিরতে চলেছে HTC। তারা ঘোষণা করেছে দুটি নতুন স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা। মডেল দুটির নাম HTC Wildfire E7 এবং Wildfire E4 Plus। এই ফোন দুটি শীঘ্রই বাজারে আসতে চলেছে।
গুগল প্লে কনসোল লিস্টিংয়ে HTC-এর নতুন মডেল
সম্প্রতি গুগল প্লে কনসোল সাপোর্টেড ডিভাইসের লিস্টিংয়ে HTC Wildfire E7 এবং Wildfire E4 Plus-এর নাম যোগ হয়েছে। যদিও এই তালিকায় ফোনগুলির স্পেসিফিকেশন সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য উল্লেখ ছিল না। তবে এই লিস্টিং দেখে বোঝা যাচ্ছে, ফোন দুটি আনুষ্ঠানিক লঞ্চের খুব কাছাকাছি রয়েছে।
আরো পড়ুন:
- টেকনো আনছে নতুন স্মার্টফোন অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে একদম কম মূল্যে
- লঞ্চ হওয়ার আগে Samsung Galaxy S25 Edge-এর গুরুত্বপূর্ণ গোপন তথ্য ফাঁস হলো
- Samsung S25 Ultra দাম কত ২০২৫
- Nothing Phone 3a লঞ্চ হচ্ছে দেখে নিন কি কি থাকছে
- Xiaomi 15S Pro আনছে নতুন ফোন নতুন ফিচারের সাথে
- Xiaomi 15 Ultra নতুন ২০০ মেগাপিক্সেলের ক্যামেরার সাথে আসছে মার্কেট কাপাতে
- মার্কেট কাপাতে Nothing নিয়ে আসছে 50MP টেলিফটো ক্যামেরা থেকে AMOLED ডিসপ্লেসহ নতুন চমৎকার ফোন
- Motorola Edge 50 Pro 5G মোবাইলে থাকছে ৫০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে দুর্দান্ত ক্যামেরা
- চমকের পরে চমক নাথিং কাপাবে পুরো ২০২৫ নতুন নতুন মডেল নিয়ে
Wildfire সিরিজের পরিচিতি
HTC পূর্বে Wildfire E3, Wildfire E2 Plus, এবং Wildfire E2 Play মডেল লঞ্চ করেছিল। এই সিরিজের প্রতিটি ফোন বাজেট ফ্রেন্ডলি হওয়ায় ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছিল। Wildfire E3 এবং Wildfire E2 সিরিজের ফোনগুলি যথাক্রমে ২০২১ এবং ২০২২ সালে লঞ্চ হয়েছিল। তাই ধারণা করা হচ্ছে, আসন্ন Wildfire E7 এবং Wildfire E4 Plus মডেলগুলিও বাজেট ওরিয়েন্টেড হবে।
Wildfire E2 Play-এর স্পেসিফিকেশন থেকে অনুমান
Wildfire E7 এবং E4 Plus সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে HTC Wildfire E2 Play-এর স্পেসিফিকেশন দেখে কিছুটা অনুমান করা যেতে পারে। Wildfire E2 Play লঞ্চ হয়েছিল ২০২৩ সালের এপ্রিলে। এটি বেশ কিছু আকর্ষণীয় ফিচার নিয়ে এসেছিল:
- ৬.৮২ ইঞ্চি এইচডি+ এলসিডি ডিসপ্লে (৭২০x১৬৪০ পিক্সেল)
- ৬০ হার্টজ রিফ্রেশ রেট
- ৪৫০ নিটস ব্রাইটনেস এবং ১৫০০:১ কনট্রাস্ট রেশিও
- Unisoc T606 প্রসেসর
- ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ
- ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
- ৪৮+৮+৫+২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা
নতুন মডেলের প্রত্যাশা
HTC Wildfire E7 এবং E4 Plus ফোন দুটি আগের মডেলের তুলনায় আরও উন্নত ফিচার নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিতে প্রতিযোগিতা বাড়ানোর জন্য HTC নতুন কিছু প্রযুক্তি ও আকর্ষণীয় ডিজাইন যোগ করতে পারে।
আমাদের শেষ কথা
HTC আবার নতুন উদ্যমে বাজারে ফিরতে চায়। Wildfire E7 এবং Wildfire E4 Plus বাজেট সেগমেন্টে গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করতে পারে। যদিও ফোনগুলির সম্পূর্ণ স্পেসিফিকেশন জানা যায়নি, তবে HTC তাদের পুরনো জনপ্রিয়তা ফিরে পেতে নতুন কিছু ফিচার যোগ করবে বলেই আশা করা হচ্ছে। ফোন দুটি কবে লঞ্চ হবে এবং দাম কত হবে, তা জানতে সংস্থার অফিসিয়াল ঘোষণার অপেক্ষায় থাকতে হবে।