কিয়াম ইন্ডাকশন চুলার দাম কত ২০২৫: বর্তমান সময়ে ইলেকট্রনিক চুলা বা ইন্ডাকশন চুলা ছাড়া রান্না করা যেন একটি পুরানো পুরানো ভাব। আর ইনডাকশন চুলা এখন হয়ে গেছে অত্যন্ত আধুনিক এবং যে কেউ চাইলে সহজে ব্যবহার করতে পারে। তবে কিয়াম ইন্ডাকশন চুলা বর্তমান সময়ে দেশের বাজারে সবচেয়ে বেশি বিক্রয় হচ্ছে এবং সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে। তাই আপনিও যদি কিয়াম ইনডাকশন চুলার দাম কত ২০২৫ সালে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। আমাদের আজকের আর্টিকেলটিতে আপনাদের সঙ্গে সেই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করা হবে তাই অবশ্যই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়বেন।
কিয়াম ইন্ডাকশন চুলার দাম কত ২০২৫
কিয়াম ইনডাকশন চুলার দাম শুরু হয়েছে ৩,৮০০ টাকা থেকে বর্তমানে বাংলাদেশ বাজারে। এবং প্রায় অসংখ্য মডেল দেশের বাজারে বর্তমান সময়ে কিয়াম ইন্ডাকশন কোম্পানির বিক্রি করা হচ্ছে। আপনার বাজেট যদি হয়ে থাকে ৪,০০০ টাকার মতো তাহলে সহজেই আপনি কিয়াম ইনডাকশন চুলা ক্রয় করতে পারবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার বাজেট কত এবং আমরা আজকে যে সকল কিয়াম ইন্ডাকশন চুলাগুলোর দাম দিয়ে রেখেছি এগুলোর মধ্যে কোনটা আপনার পছন্দ হচ্ছে।
যেহেতু অনেকের বাজেট অনেক রকম বা আলাদা আলাদা সেই জন্য আপনাদের উদ্দেশ্যে আমরা কিয়াম ইন্ডাকশন চুলার বর্তমান সময়ের মার্কেটে যে সকল মডেল রয়েছে এবং সেগুলোর দাম সবকিছু নিয়ে একটি বিস্তারিত তালিকা তৈরি করেছি। এই তালিকার মধ্যে প্রায় সকল কিয়াম ইন্ডাকশন চুলার মডেল এবং দাম কত সে সম্পর্কে উল্লেখ করা হয়েছে। তাই তালিকাটি সঠিকভাবে দেখে নিবেন এবং এখান থেকে কোন চুলাটি আপনার পছন্দ হচ্ছে এবং রামের সঙ্গে ম্যাচ করছে সেটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।
আরো পড়ুন:
- সিঙ্গেল গ্যাসের চুলার দাম কত ২০২৫
- টাচ ঘড়ি দাম কত ২০২৫
- পকেট রাউটার দাম কত ২০২৫
- কারেন্ট চুলার দাম কত ২০২৫
- রাউটার দাম কত ২০২৫
- চাকা জুতা দাম কত 2025
- ভিশন ইন্ডাকশন চুলার দাম কত ২০২৫
- হেডফোন ব্লুটুথ দাম কত ২০২৫
- মিয়াকো ইন্ডাকশন চুলার দাম কত ২০২৫
কিয়াম ইন্ডাকশন চুলার দাম তালিকা
কিয়াম ইন্ডাকশন চুলার মডেল | দাম কত |
---|---|
কিয়াম ইন্ডাকশন চুলা Kiam-H-77 | ৩,৮০০ টাকা |
কিয়াম ইন্ডাকশন চুলা K9010 | ৪,০০০ টাকা |
কিয়াম ইন্ডাকশন চুলা Kiam -H-22 | ৪,২০০ টাকা |
কিয়াম ইন্ডাকশন চুলা Kiam -H-33 | ৪,১০০ টাকা |
কিয়াম ইন্ডাকশন চুলা Kiam -H-44 | ৪,৭০০ টাকা |
কিয়াম ইন্ডাকশন চুলা Kiam-H-11 | ৪,০০০ টাকা |
কিয়াম ইন্ডাকশন চুলা Kiam-H-66 | ৪,৭০০ টাকা |
কিয়াম ইন্ডাকশন চুলার রিভিউ

কিয়াম কোম্পানির ইন্ডাকশন চুলা গুলোর দামে কোন মানে ভালো এবং সবচেয়ে সেরা বলা যেতে পারে। আর কি আম ইন্ডাকশন চুলাগুলোর মধ্যে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যেগুলো খুবই হালকা ওজনের হয়ে থাকে এবং সহজেই তা প্রদান করতে পারে। তাছাড়া যখন অতিরিক্ত হিট হয়ে যায় কিছুক্ষণ বিদ্যুৎ বন্ধ রাখলেই আবার ঠান্ডা হয়ে যায়। আর যেহেতু গ্লাস বডি হয়ে থাকে প্রায় সবগুলো চুলাই এই কারণে সহজেই পরিষ্কার করা যায় কোন প্রকার ঝামেলা ছাড়া। আর যারা মূলত বাসা বাড়িতে এগুলো ব্যবহার করেন তারা কারেন্ট শট বা বৈদ্যুতিক সংস্পর্শে আসার বিষয়টি নিয়ে ভয় থেকে থাকে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কিয়াম ইন্ডাকশন চুলাগুলো অত্যন্ত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যার ফলে কোন প্রকারের এ ধরনের ঝামেলা হবে না।
আমাদের শেষ কথা
আশা করি আমাদের আজকের আর্টিকেলটিতে আপনারা খুব সহজেই কিয়াম ইন্ডাকশন চুলার দাম কত সেই সম্পর্কে জানতে পেরেছেন। অবশ্যই আপনার পরিচিত বন্ধুবান্ধব কিংবা আত্মীয়-স্বজনের সঙ্গে আর্টিকেলটি শেয়ার করুন যাতে তারাও সহজেই চুলার দাম জানতে পারে এবং ইন্ডাকশন চুলা ক্রয় করতে পারে। আগ নিয়মিত বিভিন্ন পণ্যের বিস্তারিত মূল্য এবং প্রতিনিয়ত আপডেট মূল্য পেতে আজকের দাম কত বিডি ওয়েবসাইটটি ভিজিট করুন।