ওয়ালটন গ্যাসের চুলার দাম কত ২০২৫

ওয়ালটন গ্যাসের চুলার দাম কত: বাংলাদেশের অনেক পুরাতন এবং নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান আছে ওয়ালটন কোম্পানি। এই কোম্পানির গ্যাসের চুলা প্রায় বিগত কয়েক বছর ধরেই খুব ভালো পারফর্ম করছে মার্কেটে। তাই আপনার যদি একটি গ্যাসের চুলা কেনার ইচ্ছে থাকে তাহলে শুরুতেই ওয়ালটন গ্যাসের চুলার দাম কত 2025 সালে তা জেনে নিতে পারেন এবং ক্রয় করার কথা ভাবতে পারেন। তাই ওয়ালটন কোম্পানির গ্যাসের চুলার দাম সম্পর্কে জানতে এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার বিশেষ অনুরোধ রইলো।

ওয়ালটন গ্যাসের চুলার দাম কত ২০২৫

ওয়ালটন গ্যাসের চুলার দাম বর্তমান সময়ে বাংলাদেশ বাজারে ২,২৯০ টাকা থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত রয়েছে। তবে এগুলো আলাদা আলাদা বেশ কিছু মডেলের এবং সেগমেন্টের উপর ভিত্তি করে দাম নির্ধারণ করেছে। তাই আপনার যে ধরনের সেগমেন্ট এবং যে ধরনের কোয়ালিটির প্রয়োজন রয়েছে সে ধরনের কোয়ালিটির গ্যাসের চুলা ক্রয় করতে পারবেন অনায়াসে। দেশের বাজারে বর্তমান সময়ে প্রায় দেখা যায় ওয়ালটন কোম্পানি তাদের সকল জেলাতেই ব্রাঞ্চ তৈরি করেছে। তাই ব্রাঞ্চ বা শোরুমে গিয়ে সরাসরি দেখেশুনে বিবেচনা করে একটি ওয়ালটন গ্যাসের চুলা কেনা সবচাইতে বেশি ভালো এবং বুদ্ধিমানের কাজ হবে।

আরো পড়ুন:

ওয়ালটন গ্যাসের চুলার দাম তালিকা

ওয়ালটন গ্যাসের চুলার চুলার মডেলদাম কত
ওয়ালটন গ্যাসের চুলা WGH-ELORA 120 (LPG/NG)১৫,৯৯০ টাকা
ওয়ালটন গ্যাসের চুলা WGH-SILVIA (LPG / NG)৯,৭৯০ টাকা
ওয়ালটন গ্যাসের চুলা WGH-21GS (LPG / NG)৭,৯৯০ টাকা
ওয়ালটন গ্যাসের চুলা WGH-22GB (LPG / NG)৯,৭৯০ টাকা
ওয়ালটন গ্যাসের চুলা WGH-23CB (LPG / NG)১৩,০০০ টাকা
ওয়ালটন গ্যাসের চুলা WGH-24GBT (LPG / NG)১৪,৯৯০ টাকা
ওয়ালটন গ্যাসের চুলা WGS-DS2 (LPG / NG)৩,২৫০ টাকা
ওয়ালটন গ্যাসের চুলা WGS-SDH90 (LPG / NG)২,২৯০ টাকা
ওয়ালটন গ্যাসের চুলা WGS-GDB10R01 (LPG)৫,৭৯০ টাকা
ওয়ালটন গ্যাসের চুলা WGS-GDB90R (LPG)৫,২৯০ টাকা
ওয়ালটন গ্যাসের চুলা WGS-GDC90R01 (LPG)৪,৮০০ টাকা
ওয়ালটন গ্যাসের চুলা WGS-GDC10R (LPG)৫,০০০ টাকা

ওয়ালটন গ্যাসের চুলার রিভিউ

ওয়ালটন গ্যাসের চুলা দেশের বাজারে বিগত বেশ কিছু বছর ধরে ভালোই পারফরম্যান্স দিচ্ছে বলে আমার জানা রয়েছে। পার্সোনাল অপিনিয়ন বা পার্সোনাল রিভিউ থেকে যা বলা হতে পারে সেটি স্বল্প পরিসরে বোঝানো সম্ভব নয়। কারণ আমার দেখা মোতাবেক যারা যারা ওয়ালটন কোম্পানির গ্যাসের চুলা ব্যবহার করছেন তারা এখন পর্যন্ত কোন খারাপ কমপ্লেন করেনি। কারণ এই কোম্পানি বিশেষভাবে গ্যাসের চুলা গুলো মডিফাইড বা বিশেষভাবে গ্যাসের চুলাগুলো তৈরি করে থাকে যাতে করে ব্যবহারকারীরা সহজে ব্যবহার করতে পারে এবং সুযোগ-সুবিধা উপভোগ করতে পারে। তাই আশা করব এই কোম্পানির গ্যাসের চুলা ক্রয় করলে আপনি সহজে কয়েক বছর ধরে ব্যবহার করার সুযোগ পাবেন।

আমাদের শেষ কথা

আমরা আমাদের আজকের আর্টিকেলটিতে আপনাদের সঙ্গে ওয়ালটন গ্যাসের চুলার দাম কত সেই সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। তাই আশা করব এই আর্টিকেলটি পড়ার পরে আপনি সে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। যদি ওয়ালটন কোম্পানির গ্যাসের চুলা সম্পর্কে আরো বেশি কিছু জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমরা জানানোর চেষ্টা করব। আর অন্য কোম্পানির গ্যাসের চুলা করাই করার ইচ্ছে থাকলে কম দামের অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন আপনারাও আরো আর্টিকেল পেয়ে যাবেন।

Leave a Comment